মাগুরায় আনসার ও ভিডিপির আয়োজনে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়। সোমবার ১৯ জুন সকাল ১০ টার সময় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান করা হয়।
বৃক্ষরোপণ অভিযানে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ করেন জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সহকারী জেলা কমান্ড্যান্ট এইচ এম বেলাল, সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ আজিজুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, উপজেলা সদর প্রশিক্ষিকা (টিআই) ষষ্ঠী রাণী মজুমদার, মনিটরিং আব্দুর রহমান, এপিসি (২৯ ব্যাটালিয়ন) মোঃ নুরুল ইসলাম, এপিসি (সাধারণ আনসার) আমিনুর রহমান, অঙ্গীভূত আনসার, পৌরসভা ওয়ার্ড ও ইউনিয়ন দলনেতা ও ভিডিপি কমান্ডার বৃন্দগণ।
বৃক্ষরোপণ অভিযানে জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী নিজ হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন। বৃক্ষ গুলো হলো পেয়ারা, বরই, কামরাঙ্গা, জলপাই, লেবু, বকুল, নিম, আম, বহেরা, অর্জুন ও আমলকী গাছের চারা।
প্রিন্ট