দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিক উল্লাহ খান মাসুদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন)।
আজ সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
তার মৃত্যুতে আগামীর প্রত্যাশা গ্রুপ অব পাবলিকেশন্স এর পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রকাশ থাকে যে একই দিনে (২২ মার্চ) তার পিতা জনাব মোঃ দবির উদ্দিন খানের ৬১তম মৃত্যু দিবসে তার সন্তান প্রখ্যাত সাংবাদিক দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ইন্তেকাল করলেন।
মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
প্রিন্ট