ফরিদপুর জেলা শ্রমিক লীগের ননবনির্বাচিত সদস্যদের এক পরিচিতি মূলক সভা আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে আটটায় ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির এর সভাপতিত্বে শহরস্থ শেখ রাসেল স্কয়ারে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমান আলী মোল্যা, সহ-সভাপতি এ কে এম হাসিবুল আমিন সিদ্দিকী(লিপন), জুবায়ের জাকির,যুগ্ম সাধারণ জনাব মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর আহমেদ দুলাল,প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ওয়াহাব,অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী প্রামাণিক সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হায়দার খান সহ শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ ফরিদপুর জেলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়ায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা ফরিদপুর জেলা শ্রমিক লীগের কমিটিকে সারা দেশের মধ্যে একটা দৃষ্টান্তমূক ও অনুকরণীয় কমিটি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যাক্ত করেন।
এছাড়াও তারা বিএনপি জামায়াত জোটের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যে হীন প্রচেষ্টা তা রাজপথে থেকে মোকাবিলা করার কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনতে কাজ করার আহ্বান জানান।
প্রিন্ট