বালুমহাল আইন অমান্য করে বালু উত্তোলনের দায়ে ঝালকাঠির নলছিটিতে দুই বালু ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় মঙ্গলবার (৬জুন) বিকেল ৪টায় ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।
জরিমানা প্রাপ্তরা হলেন,পটুয়াখালীর কেশবপুর এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭)ও বরিশাল বানারিপাড়ার রাজ্জাকপুর এলাকার মাহাবুব ডাকুয়ার ছেলে রিমন ডাকুয়া (২০)। এদের মধ্যে নাসির হাওলাদারকে ৫লাখ ও রিমন ডাকুয়াকে ২লাখ মোট ৭লাখ টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসী জানান, তারা দীর্ঘদীন ধরে রাতের আধারে অবৈধভাবে সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে আসছিলেন। গতকাল ভোর রাতে তারা রায়াপুর সংলগ্ন এলাকায় চরের মাটি কেটে নেওয়ার সময় এলাকাবাসী প্রশাসনকে খবর দিলে তারা এসে তাদেরকে ধরে পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে সাাজা প্রদান করে। নদীভাঙ্গন রোধে তারা এই ধরনের অভিযানকে সাধুবাদ জানি্যেছেন।
সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় জানান,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাসির হাওলাদার ও রিমন ডাকুয়াকে জরিমানা করা হয়েছে। উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
প্রিন্ট