কুষ্টিয়ার খোকসায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত।
সোমবার সকালে শোমসপুর উচ্চ বিদ্যালয় এর হল রুমে জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, শোমসপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আইভীন আরা বেগম, খোকসা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক কবিরুল ইসলাম, বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল কুদ্দুস, আবুল বাশার,দেব কুমার প্রমুখ।
সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওহিদুজ্জামান।বিতর্ক প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করেন। দল চারটি হচ্ছে শোমসপুর উচ্চ বিদ্যালয়, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়। চারটি দলের মধ্যে সেরা দল নির্বাচিত হয়েছেন সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়।
দ্বিতীয় হয়েছেন শোমসপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এবার বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মুখ্য। পক্ষে-বিপক্ষে উভয় দলে তাদের সুন্দর উপস্থাপন করেন শেষের পক্ষ দল জয়লাভ করেন।
ছবি;
প্রিন্ট