ফরিদপুরের বোয়ালমারীতে মুজাহিদ শেখ নামের এক মুদি দোকান ও বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত সাড়ে দশটায় উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী দক্ষিণপাড়ার গ্রামে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, চন্দনী গ্রামের মনিরউদ্দীনের ছেলে মুজাহিদ চন্দনী বাজারে মুদি মালামাল ও বিকাশ ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। বেচাকেনার পরে দোকান বন্ধ করে ওই ব্যবসায়ী রোববার রাতে বাড়ি ফেরার সময় একজন ছিনতাইকারী তাঁর সামনে এসে পথ গতিরোধ করে বিভিন্ন কিছু জানতে চাই। তখন অপর ছিনতাইকারী পেছন থেকে এসে পিঠে ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে হাতে থাকা টাকার ব্যাগ জোরপূর্বক ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসা করানো হয়। তাঁর ঘাড়ে পাঁচটা সেলাই দেয়া হয়েছে বলে জানান পরিবারের লোকজন।
ব্যবসায়ী মুজাহিদের সাথে কথা হলে তিনি জানান, আমার কাছ থেকে প্রায় এক লাখ টাকার মত ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, আগে আমি ঢাকায় একটি সোয়েটার কারখানায় কাজ করতাম। করোনা ভাইরাসের পর থেকে বাড়িতে এসে দুই বছর যাবত ব্যবসা বাণিজ্য করছি। পরিবারের ৬ জন সদস্যের উপার্জনকারী আমি একা। দোকান দিয়ে খেয়ে পড়ে ভালোই চলছিল সংসার। ছিনতাইয়ের এমন ঘটনা ঘটবে ভাবতে পারিনি। ব্যবসার সকল টাকা ছিনতাই হওয়ার পর থেকে এখন আমি নিঃস্ব হয়ে গেছি। কিভাবে চলবে আমার সংসার।
ভুক্তভোগী ব্যবসায়ীর বড় ভাই আলী আজগর শেখ বলেন, ঘটনার পরে বোয়ালমারী থানায় ফোন করা হলেও এখনও থানা পুলিশ আসেনি।
|
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুল ওহাব এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আমার জানা ছিলনা আপনার মাধ্যমে জানতে পারলাম। তবে এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি। ভুক্তভোগী কেউ এখনও আসেনি, আসলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট