ফরিদপুরের সদরপুর উপজেলাধীন আটরশি পাক দরবার শরীফ সংলগ্ন জনৈক মোঃ শহিদুল ইসলামের ঔষধের দোকানের সামনে থেকে ডিবি পুলিশ ভাঙ্গা জোনের সদস্যরা গতকাল রবিবার রাত সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে- ১) মোঃ লিটন হোসেন (২৬) পিতা- শেখ মোতালেব, সাং- কাঠালবাড়ি ২) মোঃ জাহিদুল কাজী (৪২) পিতা- মৃত ইব্রাহিম কাজী, সাং- মাইঝাল উভয় থানা- ভাঙ্গা ৩) মোঃ সজিব সরদার (২৮) পিতা- মৃত লিয়াকত সরদার, সাং- আমিরাবাদ কোলপাড় ডাঙ্গী ৪) মোঃ তরিকুল ইসলাম (২৮) পিতা- ওহাব মাতুব্বর, সাং- আটরশি, ৫) মোঃ সুইট খান (২৮) পিতা- ইদ্রিস খান, সাং- চরবিষ্ণপুর খেজুর তলা সর্ব থানা- সদরপুর, ৬) মোঃ রুবেল মাতুব্বর (৩৮) পিতা- মৃত হারুন মাতুব্বর, সাং- পরানপুর থানা- ভাঙ্গা সর্ব জেলা- ফরিদপুরদেরকে সর্বমোট- ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
প্রিন্ট