ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ সোমবার সকাল ১০.০০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ফরিদপুরের -৪ আসনের এমপি ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এসএম হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ইসাহাক মোল্লাসহ উপজেলার উন্নয়ন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী বলে সারা দেশে আজ উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এ সময় তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং চলমান কাজ গুলো দ্রুত শেষ করতে বলেন।
প্রিন্ট