ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা এর সভাপতিত্বে আজ রবিবার বিকেল চারটায় ফরিদপুর সদরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী সহ, সদরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।সভায় নেতৃবৃন্দ অতিতের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলতে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বিএনপি জামায়াত জোটের সকল দেশবিরোধী কর্মকান্ড প্রতিহত করতে সকলকে একযোগে কাজ করতে বলেন।
তারা আরও বলেন সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি জেলা আওয়ামী লীগ নামধারী কতিপয় ব্যাক্তি ফরিদপুর জেলা আওয়ামী লীগকে দ্বিধাবিভক্ত করে নিজস্ব স্বার্থ হাসিলের পায়তারা করছে। তাই ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সজাগ থাকার আহ্বান জানান যেন কেউ আওয়ামী লীগে দ্বীধা বিভাজন ঘটাতে না পারে।
প্রিন্ট