কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিড়দিয়ার সমিতির মোড় সংলগ্ন ব্যবসায়ী সোহানের বাড়ির এসি’র মধ্যে বিষাক্ত গোখরা সাপের খোলস পাওয়া গেছে। এ নিয়ে চরম আতংকে রয়েছে সোহানের পরিবারের লোকজন।
বাড়ির মালিক সোহান জানান, কোথায় থেকে বা কিভাবে এসির মধ্যে এই সাপটি প্রবেশ করে তার শরীরের খোলস পাল্টিয়ে ফেলে রেখে গেছে এই নিয়ে চলছে নানাগুঞ্জন। তবে সাপের আতংকে পরিবারের লোকজন বাড়িতে অবস্থানে ভীতসন্তস্থ রয়েছে। সব সময় মনের জল্পনা কল্পনা কখন সাপ এসে না জানি কামড় মারে।
জানা যায়, আজ সোমবার (২২মে) দুপুরে এসি সার্ভিসিং করতে এক্সপার্ট গিয়ে প্রথমে এই দৃশ্য দেখে আত্মচিৎকার করে ওঠে। পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখে এসির মধ্যে সাপের খোলস। আতঙ্কে এসি মিস্ত্রি সামিরুল কাজ ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত বিষাক্ত সাপটির খোঁজে বর্তমানে তল্লাশি চালানো হচ্ছে।
প্রিন্ট