ফরিদপুরের চরভদ্রাসনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ এর সাথে কর্মকর্তা,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ কনফারেন্স রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে তাকে বিভিন্ন ব্যক্তিবর্গের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।একই সময় নবাগত উপজেলা সহকারী কমিশনার(ভূমী)এস এম রাসেল ইসলাম নুর কেও ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার,নারী ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,উপজেলা স্বাস্থ্য প:প:কর্মকর্তা ডা.মোঃ হাফিজুর রহমান,ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান,মোঃইয়াকুব আলী,মোঃজাহাঙ্গীর কবীর,ব্যাবসায়ী মোঃআনোয়ার আলী মোল্লা,মুক্তিযোদ্ধা,সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তা।
মেহেদী মোর্শেদ গত ১৬মে বুধবার অত্র উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এর পূর্বে তিনি নরসিংদী জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
প্রিন্ট