দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও পথসভা আজ সোমবার বেলা ১১:৩০ টায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে শহরের আলিপুরের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জনতা ব্যাংকের মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মাহমুদা বেগম, ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাসির, যুব মহিলা লীগের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবী, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান , সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিব।
প্রতিবাদ সমাবেশে বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কতৃক প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার হুমকি প্রদানের তীব্র নিন্দা জানান। তারা বলেন বিএনপি আন্দোলনে ব্যার্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। এই হুমকি নিছক কোন ঘটনা নয় এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। আগামীকাল থেকে ফরিদপুরে বিএনপি’র কোন রাজনৈতিক কর্মসূচী পালন করতে দেওয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন। অবিলম্বে আবু সাঈদ চাঁদকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রিন্ট