ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফরিদপুর-০১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ শামীম রেজার
আয়োজনে রবিবার রাত পৌনে আটটায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় শহরের ডেলসি ভিটা রেষ্টুরেন্টে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ শামীম রেজা, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ সহ ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় সৈয়দ শামীম রেজা তার বক্তব্যে বলেন ফরিদপুর ০১ আসনের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার অভিপ্রায় থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করছি। ইতিমধ্যে এলাকায় উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রিন্ট