ঢাকা , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নলছিটিতে একাধিক মাদক মামলার আসামি খলিল আটক Logo ভেড়ামারায় বৃষ্টি না হওয়ায় পাটখেত ফেটে চৌচির, বিপাকে কৃষকরা Logo উপকূলের প্রাণ-প্রকৃতি ও সংস্কৃতি সুরক্ষায় সংহতি জোরালো করার দাবী Logo বিএনপির চেয়ারপার্সনের সুস্বাস্থ্য কামনায় দিনমজুর ও পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ Logo তানোরে পথচারীদের মাঝে ছাতা ও খাবার বিতরণ Logo সালথায় স্কুলের টিউবওয়েলের পানি খেয়েই ১৩ শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ Logo গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত Logo কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ Logo ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo ভেড়ামারা সাংবাদিক কন্যা আসমাউল জান্নাত চিত্রাংকন প্রতিযোগিতায় বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় জোড়া খুনের ঘটনায় ২ মামলা দায়ের

কুষ্টিয়ায় জোড়া খুনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার (২১ মে) রাতে কুষ্টিয়া মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।
নিহত ওমর আলীর মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রতিপক্ষ মান্নান গাঈনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে, নিহত মিরাজ হোসেনের শ্যালক রেজাউল ইসলাম বাদী হয়ে অপর একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় প্রতিপক্ষ সাহেব আলীকে প্রধান আসামি করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, স্থানীয় কান্তিনগর মোড়ের আরিফের দোকানে ক্যারামবোর্ড খেলার সময় এবং টিভিতে আইপিএল খেলায় বিভিন্ন বয়সী লোকজন অর্থের বিনিময়ে বাজি ধরে জুয়া খেলতো। শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় আরিফের দোকানে একইভাবে জুয়া খেলা শুরু হলে একই গ্রামের মিরাজ আলী তাতে বাধা দেন এবং জুয়া খেলতে নিষেধ করেন। এ নিয়ে মিরাজ আলীর সঙ্গে আরিফের ভাই সাহেব আলীর কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং আরিফের দোকানে ক্যারামবোর্ড এবং আইপিএল খেলা দেখা বন্ধ করে দিয়ে আসে।

এরই জের ধরে রাত সাড়ে ৯টার দিকে আবারও উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দেশীয় ধারালো অস্ত্রের কোপে উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হন। হাসপাতালে নিলে প্রথমে ওমর আলী ও পরে মিরাজ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আঞ্জুয়ারা খাতুন, কারিবুল ইসলাম, বাবুল হোসেন, মান্নান, আব্দুল মান্নান, সহিদ হোসেনসহ ৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় বোয়ালদহ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হত্যাকাণ্ডে ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নলছিটিতে একাধিক মাদক মামলার আসামি খলিল আটক

error: Content is protected !!

কুষ্টিয়ায় জোড়া খুনের ঘটনায় ২ মামলা দায়ের

আপডেট টাইম : ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

কুষ্টিয়ায় জোড়া খুনের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার (২১ মে) রাতে কুষ্টিয়া মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।
নিহত ওমর আলীর মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রতিপক্ষ মান্নান গাঈনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে, নিহত মিরাজ হোসেনের শ্যালক রেজাউল ইসলাম বাদী হয়ে অপর একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় প্রতিপক্ষ সাহেব আলীকে প্রধান আসামি করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, স্থানীয় কান্তিনগর মোড়ের আরিফের দোকানে ক্যারামবোর্ড খেলার সময় এবং টিভিতে আইপিএল খেলায় বিভিন্ন বয়সী লোকজন অর্থের বিনিময়ে বাজি ধরে জুয়া খেলতো। শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় আরিফের দোকানে একইভাবে জুয়া খেলা শুরু হলে একই গ্রামের মিরাজ আলী তাতে বাধা দেন এবং জুয়া খেলতে নিষেধ করেন। এ নিয়ে মিরাজ আলীর সঙ্গে আরিফের ভাই সাহেব আলীর কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং আরিফের দোকানে ক্যারামবোর্ড এবং আইপিএল খেলা দেখা বন্ধ করে দিয়ে আসে।

এরই জের ধরে রাত সাড়ে ৯টার দিকে আবারও উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দেশীয় ধারালো অস্ত্রের কোপে উভয় পক্ষের অন্তত ১০ জন জখম হন। হাসপাতালে নিলে প্রথমে ওমর আলী ও পরে মিরাজ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আঞ্জুয়ারা খাতুন, কারিবুল ইসলাম, বাবুল হোসেন, মান্নান, আব্দুল মান্নান, সহিদ হোসেনসহ ৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় বোয়ালদহ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। হত্যাকাণ্ডে ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।