কুষ্টিয়ার খোকসায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শীর্ষক সভা ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুঁড়ি শান্তি পদক প্রাপ্তীর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
উপস্থিত থেকে আলোচনা অংশগ্রহণ করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
|
বঙ্গবন্ধুকে শোষিত নিপীড়িত জনগণের অধিকার আদায়ের স্বীকৃতি স্বরূপ শান্তিতে জড়িও কুড়ি শান্তি পদক প্রদান করা হয়। এই জুড়িও কুড়ি শান্তি পদক ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৩ মে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজনে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রিন্ট