ফরিদপুরের সদরপুর উপজেলায় চলতি অর্থ বছরে রাজেস্ব খাতের আওতায় প্রদর্শনীর মাঠ দিবস ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার) বিকেলে উপজেলার সাড়ে সাত রশি গ্রামের ময়জদ্দিনের জমিতে ইরি-৮৯ ধানের উপর কৃষি উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজীত মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং’ এর পরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হারুন অর রশিদ, জেলা উপ-পরিচালক জিয়াউল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা এ কে এম হাসিবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে উক্ত এলাকার শতাধিক কৃষক অংশগ্রহন করে।
প্রিন্ট