বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শনিবার রাতে নীলটুলির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নন্দকুমার বড়াল এবং সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারের পরিচালনায়। সবার শুরুতেই এতে প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর আলোচনা সভায় সংগঠনের নবনির্বাচিত ২৩ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ বিষ্ণুপদ কর্মকার, বাজুস সদস্য হরেন্দ্রনাথ সূত্রধর, অরুণ দত্ত, মানিক কর্মকার, সুশান্ত রায় ইমন, অভিষেক কর্মকার।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাজুসের সদস্যপদ , কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত, সরকারি বিশেষ দিবস পালন, সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা , সদস্যদের এক রেটে সোনা বিক্রি , ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়া নতুন ব্যবসায়ীদের বাধ্যতামূলক বিভিন্ন লাইসেন্স সংগ্রহ, ব্যবসায়িক কাগজপত্র বাধ্যতামূলক করা সহ বিভিন্ন ব্যাপার আলোচনা করা হয়।
এছাড়া নতুন ব্যবসায়ীদের বাজুসের সদস্যপদ গ্রহণ করার জন্য তাগাদা প্রদান করা হয়।
প্রিন্ট