জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, জাতীয় নির্বাচনের হুইসেল বেজেছে। কোন রকম ট্রেন থামানোর চেষ্টা করবেন না। জনগণকে সাথে নিয়ে আমরা অবশ্যই নির্বাচনের কাফেলায় শরিক হব। এই নির্বাচনে জাসদ জোট শরিক দল হিসেবে ভূমিকা রাখতে পারে। আসন্ন নির্বাচনে আমি কুষ্টিয়া -২ আসনের ক্যান্ডিডেট; আপনারা ভোট দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি নির্বাচিত হয়ে আবার এলাকার উন্নয়নের জোয়ার বইয়ে দেবো।
আজ (২০মে) শনিবার উপজেলা বাহিরচর ইউনিয়ন মসলেমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাহিরচর ইউনিয়ন জাসদ নেতা শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়ার জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক এস, এম আনছার আলী ।
কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, সাধারণ সম্পাদক আবু হেনা মো: মোস্তফা কামাল বকুল, জাসদ নেতা আইয়ুব আলী, বেনজির আহম্মেদ বেনু, সাধারণ সম্পাদক আবু হাসান আবু প্রমুখ।
সম্মেলন শেষে শফিকুল ইসলাম শফিক হাজী বাহিরচর ইউনিয়ন জাসদের সভাপতি ও আবু হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
প্রিন্ট