ঢাকা , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামীকালের পর থেকে যদি কারো ঘরে দেশীয় অস্ত্র পাওয়া যায়, তার অবস্থা হবে ভয়াবহঃ -সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল Logo ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৫ Logo সমাজসেবার বিশেষ অবদানে সম্মাননা স্মারক পেলেন দৌলতদিয়ার ইউপি চেয়ারম্যান রহমান মন্ডল Logo তানোরে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী Logo খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনী আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এমপি আব্দুর রউফ Logo লালপুরে প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক Logo গোপালগঞ্জে যাত্রীবাহী মাহেন্দ্র ও ট্রলির সংঘর্ষে নিহত ১ আহত ৪ Logo নগরকান্দায় প্রবীণ গ্রাম্য ডাক্তারকে পিটিয়ে আহত করলো কথিত সাংবাদিক Logo চরভদ্রাসনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা Logo তানোরে সার্বজনীন পেনশন স্কিম গ্রহণে ব্যাপক সাড়া
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বাঘায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষিতে শ্রম দিয়ে আয় করুনঃ -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহীর বাঘায় আধুনিক প্রযুক্তি স¤প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাঘায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বক্তব্যকালে তিনি বলেন চাকরির পেছনে না ছুটে কৃষিতে শ্রম দিয়ে আয় করুন। পরিবারে পরিবারে ঘরে ঘরে বেকার যুবক ছাত্ররা যদি এক পা এগিয়ে যায়,আমি দুই পা এগিয়ে যাব।

প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কমিটি গঠনের সময় অনেকেই পদ পেতে কুচিন্তা নিয়ে পরিকল্পনা করেন। কিন্তু কুচিন্তা বাদ দিয়ে যদি তিন মাস কৃষিতে পরিশ্রম করেন তাহলে অধিক আয় হবে। অন্যদিকে কৃষি নির্ভর বাংলাদেশে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। জমি ফেলে না রেখে প্রধানমন্ত্রী নিজেও শাক-সবজি,ফল মূলের চাষাবাদ করছেন।

তিনি বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রচেষ্টায় বিদেশি ফল, ড্রাগন,স্টবেরী, চিয়া সিড, সবজি জাতীয় ক্যাপসিকামসহ আঙুর চাষ হচ্ছে বাঘা উপজেলায়। পলি নেট হাউসে সারা বছর সবজি ফলমূল চাষ হচ্ছে। বাঘার আম কয়েক বছর ধরে বিদেশে রপ্তানি করে উপজেলার আম চাষীরা আয় করছেন।

পৃথিবীতে যেসব দেশ খাদ্য স্বয়ং সম্পূণর্, তাদের মধ্যে তালিকায় আছে বাংলাদেশ। আলট্রা হাইড্রেন সিটিতে রূপান্তর করে বাঘা উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা হবে বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী। জাপানের সাথে কৃষি প্রযুক্তি বিনিময়ের কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সঠিক পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করে সম্মভাবনাময় বাংলাদেশকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করে দ্বিগুনের অধিক আয়ের পর্যয়ে নিয়ে যাওয়া সম্ভব।

পুকুর খনন বন্ধের দাবিতে, রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেন, জনস্বার্থে,কৃষির স্বার্থে কেউ অবৈধ পুকুর খননের আশপাশে যাবেন না।

সভামঞ্চে বক্তব্যর আগে লক্ষণভোগ, ফজলি, খিরসাপাত, হিমসাগর, ল্যাংড়া, আড়াজাম, আম্রপালি, মল্লিকা, আর্শ্বিনা, কুয়াপাহাড়ি, চোষা, তোতাপরী, অনামিকা, ফনিয়া, বারি আম-৪, ব্যানানা ম্যাংগো, বোম্বাাই, খাজা গুটি, চিনিঘোরা, চুঙ্গা ভোগ, মহন ভোগ, হাড়ি ভাংগা, বিবি, চাপড়া, ডুকসা, হাতিম, কৃষাণ ভোগ, কাদুমা, গোপাল ভোগ, বেলি, দুধস্বর, দুধ কোমর, আপেল গুটি , মিয়াজাকি (সূর্যডিম), চেংসাই, ডকমাই, ভাদরী, নাকাবাসী, সুমাসি, জগৎ মহনী, দিংলি, হাতিঝোপা, কদাল কাটি, সিন্দুটোকা, বামি আম-১১, আনারসী, জাওনী, পাগাড়ে, স্বপন্ন বিভর, ঝিনুক আস্বিনা, বড় গুটি, চরুষা, ঠুটি, দুধভরা, বৈশাখী, ভুরই, গৌড়মতি, কাটিমন, কালুয়া গুটি, আনার কলি, বৌভলানো, ইঁদুর চাটা, বাবুই ঝুকি, বড় গুটি, বিশ্বনাথ, সুরমা ফজলি, বাঘা শাহী, বঙ্গবাসী, আষাঢ়ী, নাক ফজলী, ছাতু ভিজালী, গোল্লা, বাতাসী, ধমিয়া, সেঁদুরী, মহন ঠাকুর, গুটি আম (এক কেজি), মেথা, মিছরী ছানা, সালাম ভোগ ,খালসী, হাইব্রীড লকনাম মধু খলসি, পেপে গুটি, পেসি গুটি, কাকড়ি, সুগন্ধি গুটি, নাজির ভোগ, দুধ সাগর, বালিশ গুচি, জাইন্ট খিরসাপাত, মধু চুষকা, আব্দুল্লাহ ফজলি, কালি ভোগ, মধুমতি, জামাই ভোগসহ একশ জাতের আমের স্টলসহ নার্সারি,বীজ ভান্ডার,মৌচাষ, কীটনাশক, বীজ এর স্টলসহ ২৪টি স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

শনিবার (২০ মে) উপজেলা কৃুষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম। জলাবদ্ধতা ও পুকুর খনন বন্ধসহ রপ্তানিযোগ্য আম পেয়ারা,বরই, পেপে ও শাকসবজির প্যাকেজিং হাউসের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সফল কৃষক শফিকুল ইসলাম ছানা, আমিনুল ইসলাম, এনামুল হক ।

স্বাগত বক্তব্যকালে অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, উপজেলায় এখন উচ্চমূল্যের নানা ফসল চাষ শুরু হয়েছে। পরিকল্পিতভাবে কৃষি অফিসের সহায়তায় ক্যাপসিকাম, ষ্ট্রবেরি, ড্রাগন, চিয়াবীজ, কিনোয়া বীজ, পেরিলা বীজসহ আংগুর চাষ করে নিজেদের ভাগ্যে পরিবর্তনের পাশাপাশি দেশ উন্নয়নে ভূমিকা রাখছেন কৃষকরা।

মেলায় ঘুরতে আসা এসএসসি পরীক্ষার্থী শান্ত মিঞা বলেন,মেলায় নতুন প্রযুক্ততে ফসল ফলানোর অভিজ্ঞতা অর্জন করালাম। বিশেষ করে ১০০ জাতের আমের নামও জানতে পারলোম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আগামীকালের পর থেকে যদি কারো ঘরে দেশীয় অস্ত্র পাওয়া যায়, তার অবস্থা হবে ভয়াবহঃ -সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল

error: Content is protected !!

বাঘায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষিতে শ্রম দিয়ে আয় করুনঃ -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

রাজশাহীর বাঘায় আধুনিক প্রযুক্তি স¤প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাঘায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বক্তব্যকালে তিনি বলেন চাকরির পেছনে না ছুটে কৃষিতে শ্রম দিয়ে আয় করুন। পরিবারে পরিবারে ঘরে ঘরে বেকার যুবক ছাত্ররা যদি এক পা এগিয়ে যায়,আমি দুই পা এগিয়ে যাব।

প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কমিটি গঠনের সময় অনেকেই পদ পেতে কুচিন্তা নিয়ে পরিকল্পনা করেন। কিন্তু কুচিন্তা বাদ দিয়ে যদি তিন মাস কৃষিতে পরিশ্রম করেন তাহলে অধিক আয় হবে। অন্যদিকে কৃষি নির্ভর বাংলাদেশে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। জমি ফেলে না রেখে প্রধানমন্ত্রী নিজেও শাক-সবজি,ফল মূলের চাষাবাদ করছেন।

তিনি বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রচেষ্টায় বিদেশি ফল, ড্রাগন,স্টবেরী, চিয়া সিড, সবজি জাতীয় ক্যাপসিকামসহ আঙুর চাষ হচ্ছে বাঘা উপজেলায়। পলি নেট হাউসে সারা বছর সবজি ফলমূল চাষ হচ্ছে। বাঘার আম কয়েক বছর ধরে বিদেশে রপ্তানি করে উপজেলার আম চাষীরা আয় করছেন।

পৃথিবীতে যেসব দেশ খাদ্য স্বয়ং সম্পূণর্, তাদের মধ্যে তালিকায় আছে বাংলাদেশ। আলট্রা হাইড্রেন সিটিতে রূপান্তর করে বাঘা উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা হবে বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী। জাপানের সাথে কৃষি প্রযুক্তি বিনিময়ের কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সঠিক পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করে সম্মভাবনাময় বাংলাদেশকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করে দ্বিগুনের অধিক আয়ের পর্যয়ে নিয়ে যাওয়া সম্ভব।

পুকুর খনন বন্ধের দাবিতে, রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেন, জনস্বার্থে,কৃষির স্বার্থে কেউ অবৈধ পুকুর খননের আশপাশে যাবেন না।

সভামঞ্চে বক্তব্যর আগে লক্ষণভোগ, ফজলি, খিরসাপাত, হিমসাগর, ল্যাংড়া, আড়াজাম, আম্রপালি, মল্লিকা, আর্শ্বিনা, কুয়াপাহাড়ি, চোষা, তোতাপরী, অনামিকা, ফনিয়া, বারি আম-৪, ব্যানানা ম্যাংগো, বোম্বাাই, খাজা গুটি, চিনিঘোরা, চুঙ্গা ভোগ, মহন ভোগ, হাড়ি ভাংগা, বিবি, চাপড়া, ডুকসা, হাতিম, কৃষাণ ভোগ, কাদুমা, গোপাল ভোগ, বেলি, দুধস্বর, দুধ কোমর, আপেল গুটি , মিয়াজাকি (সূর্যডিম), চেংসাই, ডকমাই, ভাদরী, নাকাবাসী, সুমাসি, জগৎ মহনী, দিংলি, হাতিঝোপা, কদাল কাটি, সিন্দুটোকা, বামি আম-১১, আনারসী, জাওনী, পাগাড়ে, স্বপন্ন বিভর, ঝিনুক আস্বিনা, বড় গুটি, চরুষা, ঠুটি, দুধভরা, বৈশাখী, ভুরই, গৌড়মতি, কাটিমন, কালুয়া গুটি, আনার কলি, বৌভলানো, ইঁদুর চাটা, বাবুই ঝুকি, বড় গুটি, বিশ্বনাথ, সুরমা ফজলি, বাঘা শাহী, বঙ্গবাসী, আষাঢ়ী, নাক ফজলী, ছাতু ভিজালী, গোল্লা, বাতাসী, ধমিয়া, সেঁদুরী, মহন ঠাকুর, গুটি আম (এক কেজি), মেথা, মিছরী ছানা, সালাম ভোগ ,খালসী, হাইব্রীড লকনাম মধু খলসি, পেপে গুটি, পেসি গুটি, কাকড়ি, সুগন্ধি গুটি, নাজির ভোগ, দুধ সাগর, বালিশ গুচি, জাইন্ট খিরসাপাত, মধু চুষকা, আব্দুল্লাহ ফজলি, কালি ভোগ, মধুমতি, জামাই ভোগসহ একশ জাতের আমের স্টলসহ নার্সারি,বীজ ভান্ডার,মৌচাষ, কীটনাশক, বীজ এর স্টলসহ ২৪টি স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

শনিবার (২০ মে) উপজেলা কৃুষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম। জলাবদ্ধতা ও পুকুর খনন বন্ধসহ রপ্তানিযোগ্য আম পেয়ারা,বরই, পেপে ও শাকসবজির প্যাকেজিং হাউসের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সফল কৃষক শফিকুল ইসলাম ছানা, আমিনুল ইসলাম, এনামুল হক ।

স্বাগত বক্তব্যকালে অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, উপজেলায় এখন উচ্চমূল্যের নানা ফসল চাষ শুরু হয়েছে। পরিকল্পিতভাবে কৃষি অফিসের সহায়তায় ক্যাপসিকাম, ষ্ট্রবেরি, ড্রাগন, চিয়াবীজ, কিনোয়া বীজ, পেরিলা বীজসহ আংগুর চাষ করে নিজেদের ভাগ্যে পরিবর্তনের পাশাপাশি দেশ উন্নয়নে ভূমিকা রাখছেন কৃষকরা।

মেলায় ঘুরতে আসা এসএসসি পরীক্ষার্থী শান্ত মিঞা বলেন,মেলায় নতুন প্রযুক্ততে ফসল ফলানোর অভিজ্ঞতা অর্জন করালাম। বিশেষ করে ১০০ জাতের আমের নামও জানতে পারলোম।