ফরিদপুরে বিশ্ব মেট্রলজি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও বি এস টি আই এর উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ শনিবার সকাল দশটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএসটিআইয়ের উপ পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষাবিদ রিজভী জামান, ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি নজরুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, চকবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী ।
রাজবাড়ী বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান এছাড়া প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন বিএসটিআইয়ের পরিদর্শক খালিদ হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক আলেয়া খাতুন।
প্রিন্ট