ফরিদপুর সদর উপজেলা ছাএলীগের উদ্যোগে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আজ সকাল ১১ টা থেকে ফরিদপুর পৌর শাখা ছাএলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও জীবন বৃত্তান্ত জমা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক মীর মোঃ শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক তামীম আফনান, সাংগঠনিক সম্পাদক আলহাসান হোজাইফা প্রমূখ।
বক্তারা বলেন, ছাএলীগ ফরিদপুর সদর থানা শাখাকে শক্তিশালী করার লক্ষ্যে অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরো দৃঢ় শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। ছাত্রলীগ সবসময় লড়াই-সংগ্রামে রাজপথে ছিল ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এরপর নেতা- কর্মীদের নিকট হতে জীবনবৃত্তান্ত গ্রহণ করা হয়।
প্রিন্ট