ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা এলাকায় অবস্থিত করিম গ্রুপের মালিকানাধীন জোবাইদা করিম জুট মিলে আজ বিকেল চারটা দশ মিনিটে আগুন লাগে।
বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিভানের কাজ করছে। প্রতিষ্ঠানটিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করে। তবে অগ্নিকান্ডে কেউ আহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
এছাড়া অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
এই সংবাদ লেখা পর্যন্ত উক্ত স্থানে অগ্নিকাণ্ড অব্যাহত রয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নেভানের কাজে ব্যস্ত রয়েছে।
প্রিন্ট