মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রবিবার (১৮ মে) কাজী আব্দুল মাজেদ একাডেমী মিলনায়তনে “সমাজ থেকে দুর্নীতির মূল উৎপাটনে আইনের শাসনের বিকল্প নেই” প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
.
পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামীয়া কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান বক্তব্য রাখেন।
.
“সমাজ থেকে দুর্নীতির মূল উৎপাটনে আইনের শাসনের বিকল্প নেই” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর শিক্ষার্থীরা এবং বিষয়ের বিপক্ষ দল হিসেবে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
.
বিতর্ক প্রতিযোগিতায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ১ম স্থান, কাজী আব্দুল মাজেদ একাডেমী ২য় স্থান, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় ৩য় স্থান ও পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪র্থ স্থান লাভ করে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ১০ম শ্রেনীর শিক্ষার্থী তানজিম মাহমুদ সিয়াম নির্বাচিত হয়।
.
বিচারকের দায়িত্বে ছিলেন অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু, অধ্যাপক মোঃ সহিদুর রহমান ও আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
.
কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরী, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের বাংলা বিষয়ের শিক্ষক বিশ্বজিৎ, সাংবাদিক সেলিম মাহমুদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্ট