মোল্লা জসিমউদ্দিনঃ
শিয়ালদহ আদালতে নুতন ফৌজদারী আইন নিয়ে সেমিনারের করা হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে ‘সাবাম’ নামে রাজ্যস্তরের এক আইনজীবী সংগঠনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
.
সেমিনারে কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায়, বিচারপতি অজয় কুমার মুখার্জি, বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় বিএনএসএস, বিএসএ, বিএনএস আইন নিয়ে শতাধিক আইনজীবী এবং সংশ্লিষ্ট আদালতের জুডিশিয়াল অফিসারদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
.
আইনজীবী সংগঠন ‘সাবাম’ এর রাজ্য সভাপতি সঞ্জয় কুমার দাস জানান, ‘নুতন ফৌজদারি আইন নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে আমাদের এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়।’ কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখার্জি তার বক্তব্যে বলেন, ‘এই আদালতে সিভিল জাজ (সিনিয়র ডিভিশন) ও এসিজেম হিসাবে ৩ বছর কাটিয়েছি।’
.
উদ্যোক্তা আইনজীবী সংগঠনের রাজ্য সভাপতি সঞ্জয় কুমার দাসের ‘গোয়েন্দা অনির্বাণের চিঠি ও লকেট চুরি রহস্য ‘ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। জানা গেছে, ২০১৯ সালে হাওড়ায় জেলা আদালতে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে সুবিচারের দাবিতে এই আইনজীবী সংগঠনের পথ চলা শুরু হয়।
প্রিন্ট