অপি মুন্সীঃ
মাদারীপুরে ‘জেশ ফাউন্ডেশন’ নামে একটি কথিত এনজিও শতাধিক গ্রাহকের সঞ্চয়ের প্রায় বিশ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। রোববার (১৮ মে) ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের পশ্চিম খান্দুলী এলাকায় সেই এনজিওর কার্যালয় কাউকে না পেয়ে ভিড় জমান ঋণ নিতে আসা গ্রাহকরা। ভবন মালিকের ভাই সিরাজুল ইসলাম জানান, শাখা ব্যবস্থাপক পরিচয়ে রকিবুল ইসলাম( রকি রহমান) নামে এক ব্যক্তি তার ভবনে দুই ইউনিট ভাড়া নেন।
.
আজ রোববার তাদের সাথে ঘর ভাড়া চুক্তি হওয়ার কথা ছিল এবং অগ্রিম টাকা দেওয়ার কথা ছিল। এর আগেই তারা পালিয়ে গেছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনজিওটি ডাসার ও কালকিনি উপজেলার সাধারন মানুষের কাছ থেকে প্রায় বিশ লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে।
.
আজ রোববার এনজিও কার্যালয়ের সামনে প্রতারিতরা জরো হন। এ সময় অনেকেই প্রতারণার শিকার হয়েছেন জেনে কান্নায় ভেঙ্গে পড়েন। ডাসারের সালমা বেগম বলেন, আমি এক লাখ টাকা লোননিব বলে সঞ্চয় বাবদ দশ হাজার টাকা প্রদান করেছিলাম। তারা রাতারাতি অফিসে তালা মেরে পালিয়ে গেছে।
.
শশিকরের দলনেতা নিপা বলেন আমার গ্রুপ থেকে ৬০হাজার টাকা সঞ্চয় বাবদ প্রদান করেছি। আমি এখন আনেক বড় বিপদে পড়েছি। ভবন মালিকের ভাই সিরাজুল ইসলাম জানান, শাখা ব্যবস্থাপক পরিচয়ে রকিবুল ইসলাম( রকি রহমান) নামে এক ব্যক্তি তার ভবনে দুই ইউনিট ভাড়া নেন। আজ রোববার তাদের সাথে ঘর ভাড়া চুক্তি হওয়ার কথা ছিল এবং অগ্রিম টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এখন তাদের কোন খোজ নাই।
.
এ ব্যাপারে জানতে এনজিওটির ব্যবস্থাপক পরিচয়দানকারী রকিবুল ইসলাম (রকি রহমান) মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
.
ডাসার থান অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, এনজিও কার্যালয়ের সামনে গ্রাহকদের জড়ো হওয়ার কথা শুনেছি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
.
ডাসার উপজেলা নিবার্হী অফিসার সাইফ-উল আরেফিন বলেন ঘটনা শুনেছি, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রিন্ট