ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে এক মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হান্নান মাতুব্বর নামের এক মাটি ব্যবসায়ীকে আটক করে। তিনি দীর্ঘদিন যাবত ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে আসছিল।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এ সময় তিনি বলেন, ফসলি জমি রক্ষায় আমাদের এধরণের অভিযান নিয়মিত চলবে।
প্রিন্ট