ঢাকা , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের ‌রথ খোলা পতিতালয় থেকে উদ্ধার হল দুই তরুণীঃ পাচার চক্রের নারী পারু বেগমকে আটক করেছে পুলিশ Logo ঈশ্বরদীতে কোকেন ব্যবসায়ী আটক Logo নতুন করে পান বরজ নির্মাণ শুরু করেছেন পানচাষীরা Logo মৌসুমে আয় ১০ লাখ টাকাঃ স্ট্রবেরি চাষে সফল পাবনার কৃষক নজরুল ইসলাম Logo বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানকে মারপিট Logo পাংশায় পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার Logo মহম্মদপুরে বজ্রপাতে কোরআনের হাফেজ সহ দুই যুবকের মৃত্যু Logo দৌলতপুরের পদ্মার চর কৃষকের স্বপ্নের সমাহার Logo তানোরে টিসিবি উপকারভোগীদের জিম্মি করে কর আদায় Logo কুড়িগ্রামের অর্থনৌতিক স্থান পরিদর্শন করলেন ভূটানের রাজা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নির্বাচনী হাওয়া......

আওয়ামী লীগে নতুন মুখের ছড়াছড়ি, বিএনপিতে একক প্রার্থী

নির্বাচনী এলাকা মাগুরা-২

শালিখা ও মহম্মদপুর উপজেলার ১৫ ইউনিয়ন,মাগুরা সদর উপজেলার চার ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ আসন। এ আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাঁত। এ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলোচনার উত্তাপ ছড়াতে শুরু করেছে। যার মূল বিষয় হচ্ছে মনোনয়ন। আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ফের মনোনয়ন পাবেন বলেই জানান দিচ্ছেন তার অনুসারি অধিকাংশ নেতাকর্মীরা। তবে সংগঠনের পদাধিষ্ঠ অধিকাংশ সিনিয়র নেতা-কর্মীরা নেতৃত্বের পরিবর্তন প্রত্যাশা করছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মরহুম সাংসদ অ্যাডভোকেট আছাদুজ্জামানের জৈষ্ঠ পূত্র মাগুরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, মাগুরা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক কর্ণেল কাজী শরিফ উদ্দীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. ওহিদুর রহমান টিপু, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস কে নুরুজ্জামান (অব:) দলীয় মনোনয়ন পেতে এলকায় ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে এলকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন সংসদের বাইরে থাকা বিএনপির মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়াম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এছাড়া বিএনপি’র একটি বৃহৎ আংশ এ আসনের সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামালের কথাও বলে যাচ্ছেন। তবে নির্বাচন কে সামনে রেখে হেবি ওয়েট একাধিক প্রার্থী আগেভাগেই মাঠে নেমে পড়ায় বর্তমান সাংসদ ড. শ্রী বীরেন শিকদারের কপালে পড়েছে দু:শ্চিন্তার ভাজ। এদের সকলেই লবিং এ এগিয়ে থাকতে মাঝে মধ্যেই ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

১৯৯৪ সালে মাগুরা-২ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আসাদুজ্জামানের মৃত্যুর পর এ আসনটির উপ নির্বাচনে বিএনপির প্রার্থী সেই সময় রাজনীতিতে নতুন মুখ শিল্পপতি কাজী সালিমুল হক কামাল আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শফিকুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে জয় লাভক করার পর ভোট ডাকাতির অভিযোগ ওঠে। বিতর্কিত এই নির্বাচন নিয়ে সরকার বিরোধী যে আন্দোলন গড়ে ওঠে তা জাতীয় পর্যায়ে রুপ নেয়।

১৯৯৬ সালে সেই আন্দোলন অবশেষে গনআন্দোলনে রুপান্তরিত হয়। এবং শেষ প্রর্যন্তু ১৯৯৬ সালে দুবার সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ চুড়ান্তভাবে রাজনৈতিক বিজয় অর্জন করে। ক্ষমতায় অধিষ্ঠিত হয় আওয়ামীলীগ এবং মাগুরা-২ আসনের ভোট যুদ্ধে বিএনপির প্রার্থী কাজী সালিমুল হক কামালের সাথে লড়াই করে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার বিপুল ভোটে জয় লাভ করেন।

জাতীয় সংসদের ৯২ নম্বর এই নির্বাচনী এলাকায় স্বাধীনতার আগে থেকে ১৯৯৪ সাল পর্যন্তু আওয়ামী লীগ থেকে অ্যাডভোকেট আছাদুজ্জামান পর পর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন থেকেই এই আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর তাঁর মৃত্যুর পর ১৯৯৪ সালের ২০ মার্চ সেই বিতর্কিত উপনির্বাচন হয় অনুষ্ঠিত হয়।

শালিখা ও মহম্মদপুর উপজেলার ১৫ ইউনিয়ন এবং মাগুরা সদর উপজেলার চার ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ আসনটিতে আসন্ন একাদশ সংসদ নির্বাচন ঘিরে আলোচনার ঝড় বইতে শুরু করেছে। যার মূল বিষয় হচ্ছে মনোনয়ন। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরীর সাথে লড়াই করে সামান্য ভোটের ব্যবধানে জয় লাভ করেন বীরেন শিকদার। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ, ২০১৮ একাদশ জাতীয় সংসদেও তিনি মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ বছর আওয়ামী লীগের একাধিক হেবি ওয়েট প্রার্থী গনসংযোগ করায় বর্তমান সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারের মনোনয়ন দোদুল্যমান বলে মনে করছেন রাজনীতির বাইরে থাকা সাধারন মানুষ। আর এলাকার কৌতুহলী সাধারন মানুষ অধির আগ্রহে অপেক্ষায় আছেন চুড়ান্তভাবে কে পাচ্ছেন দলের মনোনয়ন। তবে বেশীরভাগ মানুষের চাহিদা নতুন মুখের। মরহুম সাবেক সাংসদ এ্যাডভোকেট আছাদুজ্জামানের জেষ্ঠ্য পূত্র এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চুর পক্ষে কথা বলছেন অধিকাংশ নেতা-কর্মীরা।

আওয়ামীলীগ : বর্তমান সাংসদ সাবেক যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বিগত ৫ বছরে তার নির্বাচনী এলাকায় হিসেবেও ব্যাপক উন্নয়ন ও সফলতার দাবি করেছেন তিনি। পাশাপাশি নির্বাচনী এলাকার উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘এলাকার জনগণের সাথে সব সময়ই আমি সম্পৃক্ত রয়েছি। সপ্তাহে দুইদিন নির্বাচনী এলাকায় থেকে জনগনের সুখ-দুঃখে সময় দেওয়াসহ বিভিন্ন সভা-সমাবেশ ও দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছি সব সময়। মহম্মদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন মধুমতি নদীর ওপর শেখ হাসিনা সেতুনির্মিত হয়েছে এবং শালিখা এবং মহম্মদপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে।

এ ছাড়া এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করে অনুন্নত শালিখা-মহম্মদপুরকে সড়ক যোগাযোগের ক্ষেত্রে শতভাগ প্রতিশ্রুতি পালন করেছি।

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সমানভাবে উন্নয়ন ঘটিয়েছি। গোটা জেলার ক্রীড়া উন্নয়নে আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ একাধিক মিনি স্টেডিয়াম নির্মাণ করেছি। মনোনয়েনের ব্যাপারে সংসদ সদস্য বীরেন শিকদার বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর যতবারআস্থা রেখেছেন, ততবার আমি সেই আস্থার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হয়ে আবার এ আসনটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। বীরেন শিকদারের পাশাপাশি এ আসনে মাগুরা জেলা সহ সভাপতি এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, মাগুরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক কর্ণেল কাজী শরিফ উদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. ওহিদুর রহমান টিপু, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস কে নুরুজ্জামান, দলীয় মনোনয়ন পেতে এলকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে মনোনয়ন প্রাপ্তির যোগ্য উত্তসুরি বলে সময়ের প্রত্যাশাকে জানিয়েছেন অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু। তিনি আরো বলেন, তার মরহুম পিতা এ আসনে স্বাধীনতা পরবর্তী সময়ে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের পদাধিষ্ঠ সকল নেতাসহ সাধারন মানুষ তাকেই এমপি হিসেবে দেখতে চায়। অধ্যাপক কর্ণেল কাজী শরিফ উদ্দীন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি এলাকায় গনসংযোগসহ নেতাকর্মীদের সাথে মত বিনিময় করে যাচ্ছি। আমি দলের মনোনয়নের ব্যাপারে আশাবাদী। নির্বাচনী এলকার জনগনও আমার উপর আস্থা রাখতে চান। এসকে নুরুজ্জামান বলেন, আমি গনসংযোগের পাশাপাশি বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। তাদের সুখ দু:খের কথা শুনেছি এবং সহযোগিতার হাত বাড়িয়েছি।

ড. ওহিদুর রহমান টিপু বলেন, ২০০৮ সাল থেকে আমি সুখে দু:খে আমি এলকার মানুষের সাথে কাজ করে যাচ্ছি। আমার কর্মকান্ড সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবহিত আছেন। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে আমি না। নির্মল কুমার চ্যাটার্জী বলেন, অধিকাংশ সময় সাংগঠনিক কাজে আমাকে ঢাকায় থাকতে হয়। তবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমার নির্বাচনী এলকার মানুষের সাথে সমন্বয় রাখতে বলেছেন। আমি প্রতি সমপ্তাহে একবার এলকায় গিয়ে দলীয় নেতা-কর্মীসহ সাধারন মানুষের সাথে সমস্বয় সাধন করি।

নাম প্রকাশে অনিচ্ছুক মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের দুই নেতা বলেন, বীরন শিকদার দীর্ঘদিন ধরে দলের কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছেন। তাছাড়া তার ভাইকে দিয়ে বিগত পাঁচ বছর তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিযোগ বানিজ্য অধিকাংশ চাকুরির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েন। যা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। অবশ্য বীরেন শিকদার এ অভিযোগ অস্বীকার করেছেন।

বিএনপি : মাগুরা-২ আসনের বিএনপির প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এখনো পর্যন্তু মূল আলোচনায় রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে নিয়ে। নিতাই রায় চৌধুরী নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীহয়ে বীরেন শিকদারের কাছে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। নিতাই রায় চৌধুরী বলেন, ‘মাগুরা-২ আসনের প্রার্থী হিসেবে আমি দীর্ঘ দিনধরে এলাকায় সাংগঠনিক ও নির্বাচনী তৎপরতা চালিয়ে আসছি।

২০০৮ সালের নির্বাচনে আমার সাথে বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান ছিল যৎসামান্য। এবার আমরা তত্ববধায়ক সরকারের অধিনে নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবী মেয়াদ শেষ হওয়ার আগে সংসদ ভেঙ্গে দিতে হবে। নচেৎ আমরা নির্বাচনে যাবো না। এই সরকারের অধিনে নির্বাচন হলে আমরা সেই নির্বাচন প্রতিহত করবো।

এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরাই জিতবো। সেই লক্ষ্যকে সামনে রেখেই দলের তৃণমূল কর্মীসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে প্রতিবেদক কে জানান তিনি। এদিকে বিএনপির স্থানীয় অধিকাংশ সিনিয়র নেতারা জানান, নিতায় রায় চৌধুরী কেন্দ্রীয় কমিটির নেতা হলেও তারা কাজী সালিমুল হক কামালের মনোনয়নের ব্যাপারে আশাবাদী। তবে তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারা অন্তরীণ রয়েছেন। আগামি মাসে তিনি কারামুক্ত হবেন বলে জানিয়েছেন তার অনুসারি নেতা-কর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের ‌রথ খোলা পতিতালয় থেকে উদ্ধার হল দুই তরুণীঃ পাচার চক্রের নারী পারু বেগমকে আটক করেছে পুলিশ

error: Content is protected !!

নির্বাচনী হাওয়া......

আওয়ামী লীগে নতুন মুখের ছড়াছড়ি, বিএনপিতে একক প্রার্থী

আপডেট টাইম : ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

শালিখা ও মহম্মদপুর উপজেলার ১৫ ইউনিয়ন,মাগুরা সদর উপজেলার চার ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ আসন। এ আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাঁত। এ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলোচনার উত্তাপ ছড়াতে শুরু করেছে। যার মূল বিষয় হচ্ছে মনোনয়ন। আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ফের মনোনয়ন পাবেন বলেই জানান দিচ্ছেন তার অনুসারি অধিকাংশ নেতাকর্মীরা। তবে সংগঠনের পদাধিষ্ঠ অধিকাংশ সিনিয়র নেতা-কর্মীরা নেতৃত্বের পরিবর্তন প্রত্যাশা করছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মরহুম সাংসদ অ্যাডভোকেট আছাদুজ্জামানের জৈষ্ঠ পূত্র মাগুরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, মাগুরা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক কর্ণেল কাজী শরিফ উদ্দীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. ওহিদুর রহমান টিপু, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস কে নুরুজ্জামান (অব:) দলীয় মনোনয়ন পেতে এলকায় ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে এলকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন সংসদের বাইরে থাকা বিএনপির মনোনয়ন মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়াম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এছাড়া বিএনপি’র একটি বৃহৎ আংশ এ আসনের সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামালের কথাও বলে যাচ্ছেন। তবে নির্বাচন কে সামনে রেখে হেবি ওয়েট একাধিক প্রার্থী আগেভাগেই মাঠে নেমে পড়ায় বর্তমান সাংসদ ড. শ্রী বীরেন শিকদারের কপালে পড়েছে দু:শ্চিন্তার ভাজ। এদের সকলেই লবিং এ এগিয়ে থাকতে মাঝে মধ্যেই ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

১৯৯৪ সালে মাগুরা-২ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আসাদুজ্জামানের মৃত্যুর পর এ আসনটির উপ নির্বাচনে বিএনপির প্রার্থী সেই সময় রাজনীতিতে নতুন মুখ শিল্পপতি কাজী সালিমুল হক কামাল আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শফিকুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে জয় লাভক করার পর ভোট ডাকাতির অভিযোগ ওঠে। বিতর্কিত এই নির্বাচন নিয়ে সরকার বিরোধী যে আন্দোলন গড়ে ওঠে তা জাতীয় পর্যায়ে রুপ নেয়।

১৯৯৬ সালে সেই আন্দোলন অবশেষে গনআন্দোলনে রুপান্তরিত হয়। এবং শেষ প্রর্যন্তু ১৯৯৬ সালে দুবার সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ চুড়ান্তভাবে রাজনৈতিক বিজয় অর্জন করে। ক্ষমতায় অধিষ্ঠিত হয় আওয়ামীলীগ এবং মাগুরা-২ আসনের ভোট যুদ্ধে বিএনপির প্রার্থী কাজী সালিমুল হক কামালের সাথে লড়াই করে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার বিপুল ভোটে জয় লাভ করেন।

জাতীয় সংসদের ৯২ নম্বর এই নির্বাচনী এলাকায় স্বাধীনতার আগে থেকে ১৯৯৪ সাল পর্যন্তু আওয়ামী লীগ থেকে অ্যাডভোকেট আছাদুজ্জামান পর পর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তখন থেকেই এই আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর তাঁর মৃত্যুর পর ১৯৯৪ সালের ২০ মার্চ সেই বিতর্কিত উপনির্বাচন হয় অনুষ্ঠিত হয়।

শালিখা ও মহম্মদপুর উপজেলার ১৫ ইউনিয়ন এবং মাগুরা সদর উপজেলার চার ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ আসনটিতে আসন্ন একাদশ সংসদ নির্বাচন ঘিরে আলোচনার ঝড় বইতে শুরু করেছে। যার মূল বিষয় হচ্ছে মনোনয়ন। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরীর সাথে লড়াই করে সামান্য ভোটের ব্যবধানে জয় লাভ করেন বীরেন শিকদার। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ, ২০১৮ একাদশ জাতীয় সংসদেও তিনি মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ বছর আওয়ামী লীগের একাধিক হেবি ওয়েট প্রার্থী গনসংযোগ করায় বর্তমান সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারের মনোনয়ন দোদুল্যমান বলে মনে করছেন রাজনীতির বাইরে থাকা সাধারন মানুষ। আর এলাকার কৌতুহলী সাধারন মানুষ অধির আগ্রহে অপেক্ষায় আছেন চুড়ান্তভাবে কে পাচ্ছেন দলের মনোনয়ন। তবে বেশীরভাগ মানুষের চাহিদা নতুন মুখের। মরহুম সাবেক সাংসদ এ্যাডভোকেট আছাদুজ্জামানের জেষ্ঠ্য পূত্র এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চুর পক্ষে কথা বলছেন অধিকাংশ নেতা-কর্মীরা।

আওয়ামীলীগ : বর্তমান সাংসদ সাবেক যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বিগত ৫ বছরে তার নির্বাচনী এলাকায় হিসেবেও ব্যাপক উন্নয়ন ও সফলতার দাবি করেছেন তিনি। পাশাপাশি নির্বাচনী এলাকার উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘এলাকার জনগণের সাথে সব সময়ই আমি সম্পৃক্ত রয়েছি। সপ্তাহে দুইদিন নির্বাচনী এলাকায় থেকে জনগনের সুখ-দুঃখে সময় দেওয়াসহ বিভিন্ন সভা-সমাবেশ ও দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছি সব সময়। মহম্মদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন মধুমতি নদীর ওপর শেখ হাসিনা সেতুনির্মিত হয়েছে এবং শালিখা এবং মহম্মদপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে।

এ ছাড়া এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করে অনুন্নত শালিখা-মহম্মদপুরকে সড়ক যোগাযোগের ক্ষেত্রে শতভাগ প্রতিশ্রুতি পালন করেছি।

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সমানভাবে উন্নয়ন ঘটিয়েছি। গোটা জেলার ক্রীড়া উন্নয়নে আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ একাধিক মিনি স্টেডিয়াম নির্মাণ করেছি। মনোনয়েনের ব্যাপারে সংসদ সদস্য বীরেন শিকদার বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর যতবারআস্থা রেখেছেন, ততবার আমি সেই আস্থার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হয়ে আবার এ আসনটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। বীরেন শিকদারের পাশাপাশি এ আসনে মাগুরা জেলা সহ সভাপতি এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, মাগুরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক কর্ণেল কাজী শরিফ উদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. ওহিদুর রহমান টিপু, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস কে নুরুজ্জামান, দলীয় মনোনয়ন পেতে এলকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে মনোনয়ন প্রাপ্তির যোগ্য উত্তসুরি বলে সময়ের প্রত্যাশাকে জানিয়েছেন অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু। তিনি আরো বলেন, তার মরহুম পিতা এ আসনে স্বাধীনতা পরবর্তী সময়ে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের পদাধিষ্ঠ সকল নেতাসহ সাধারন মানুষ তাকেই এমপি হিসেবে দেখতে চায়। অধ্যাপক কর্ণেল কাজী শরিফ উদ্দীন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি এলাকায় গনসংযোগসহ নেতাকর্মীদের সাথে মত বিনিময় করে যাচ্ছি। আমি দলের মনোনয়নের ব্যাপারে আশাবাদী। নির্বাচনী এলকার জনগনও আমার উপর আস্থা রাখতে চান। এসকে নুরুজ্জামান বলেন, আমি গনসংযোগের পাশাপাশি বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। তাদের সুখ দু:খের কথা শুনেছি এবং সহযোগিতার হাত বাড়িয়েছি।

ড. ওহিদুর রহমান টিপু বলেন, ২০০৮ সাল থেকে আমি সুখে দু:খে আমি এলকার মানুষের সাথে কাজ করে যাচ্ছি। আমার কর্মকান্ড সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবহিত আছেন। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে আমি না। নির্মল কুমার চ্যাটার্জী বলেন, অধিকাংশ সময় সাংগঠনিক কাজে আমাকে ঢাকায় থাকতে হয়। তবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমার নির্বাচনী এলকার মানুষের সাথে সমন্বয় রাখতে বলেছেন। আমি প্রতি সমপ্তাহে একবার এলকায় গিয়ে দলীয় নেতা-কর্মীসহ সাধারন মানুষের সাথে সমস্বয় সাধন করি।

নাম প্রকাশে অনিচ্ছুক মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের দুই নেতা বলেন, বীরন শিকদার দীর্ঘদিন ধরে দলের কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছেন। তাছাড়া তার ভাইকে দিয়ে বিগত পাঁচ বছর তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিযোগ বানিজ্য অধিকাংশ চাকুরির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েন। যা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। অবশ্য বীরেন শিকদার এ অভিযোগ অস্বীকার করেছেন।

বিএনপি : মাগুরা-২ আসনের বিএনপির প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এখনো পর্যন্তু মূল আলোচনায় রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে নিয়ে। নিতাই রায় চৌধুরী নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীহয়ে বীরেন শিকদারের কাছে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। নিতাই রায় চৌধুরী বলেন, ‘মাগুরা-২ আসনের প্রার্থী হিসেবে আমি দীর্ঘ দিনধরে এলাকায় সাংগঠনিক ও নির্বাচনী তৎপরতা চালিয়ে আসছি।

২০০৮ সালের নির্বাচনে আমার সাথে বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান ছিল যৎসামান্য। এবার আমরা তত্ববধায়ক সরকারের অধিনে নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবী মেয়াদ শেষ হওয়ার আগে সংসদ ভেঙ্গে দিতে হবে। নচেৎ আমরা নির্বাচনে যাবো না। এই সরকারের অধিনে নির্বাচন হলে আমরা সেই নির্বাচন প্রতিহত করবো।

এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরাই জিতবো। সেই লক্ষ্যকে সামনে রেখেই দলের তৃণমূল কর্মীসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে প্রতিবেদক কে জানান তিনি। এদিকে বিএনপির স্থানীয় অধিকাংশ সিনিয়র নেতারা জানান, নিতায় রায় চৌধুরী কেন্দ্রীয় কমিটির নেতা হলেও তারা কাজী সালিমুল হক কামালের মনোনয়নের ব্যাপারে আশাবাদী। তবে তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারা অন্তরীণ রয়েছেন। আগামি মাসে তিনি কারামুক্ত হবেন বলে জানিয়েছেন তার অনুসারি নেতা-কর্মীরা।