বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা প্রীতিলতা ওয়াদ্দেদারের সংগ্রামী জীবনকাহিনীর ওপর নির্মিত দু’ঘন্টার একটি চলচ্চিত্র নড়াইলে প্রদর্শিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় সম্মিলিত সাংস্তকৃতিক জোট জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে দু’দিনব্যাপি এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। দু’দিনব্যাপি দু’ঘন্টার এ পূর্ণদৈর্ঘ চলচ্চিত্রটি দর্শকেরা নিশ্চুপ উপভোগ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী প্রধান অতিথি হিসাবে এ চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. শরীফ আশরাফউজ্জামান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল শাখার সভাপতি মলয় কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রীতিলতা ওয়াদ্দেদার স্কুল জীবন শুরু করেন তাঁর জন্মস্থান চট্টগ্রামেই। পরে ঢাকার ইডেন কলেজে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে কলকাতার বেথুন কলেজে প্রড়তে যান। ঢাকায় পড়াকালীন সময়ে মেয়েদের বিপ্লবী সংগঠন দীপালী স্ংঘের সাথে যুক্ত হয়ে বৃটিশ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে পড়েন তিনি।
চট্টগ্রাম কলেজের আর এক যুবক বৃটিশের বিরুদ্ধে আন্দোলনের জন্য খুনের দায়ে মৃত্যুদন্ড দন্ডিত হয়। প্রীতিলতা তাঁর সাথে জেলখানায় দেখা করেন এবং তাঁকে বাঁচানোর প্রচেষ্টায় ব্যার্থ হয়ে আবার চট্টগ্রামে ফিরে এসে সূর্যসেনের নেতৃত্বে ইউরোপীয়ান ক্লাবে অভিযানে নেতৃত্ব দিয়ে ক্লাব ধ্বংস করে বৃটিশ বিরোধী আন্দোলনের এই নেত্রী আত্মাহুতি দেন।
প্রিন্ট