গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি), তে ঈদ পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় জিপিসি ক্লাবের হলরুমে আলোচনা ও ক্লাবের তালিকা ভুক্ত সাংবাদিকদের মধ্যে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়। এর পূর্বে গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন উপস্থিত সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করে ফুল দিয়ে ক্লাবে বরণ করে নেন।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র সভাপতি মোঃ মোজাহারুল হক বাবলু, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শাহীন, দৈনিক সংবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক, কবি ও সাহিত্যিক রবিন্দনাথ অধিকারী, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, ঢাকা পোস্ট এর প্রতিনিধি আশিক জামান অভি, (জিপিসি) ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ ফরিদ আহমেদ, অর্থবিষয়ক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আনিচুল ইসলাম (জার্মান), যুগ্ম-সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাইম শাহ, দৈনিক আমার সংবাদ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি আবুল কালাম, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিনিধি রাতুল হাসান, সাংবাদিক বিল্লাল হোসেন, দৈনিক ভোরের বাণী পত্রিকার প্রতিনিধি, মোঃ ফয়জুল ইসলাম, সাংবাদিক হুমায়ূন কবির, সাংবাদিক মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা পর্বে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দি নিউএজ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মোঃ মোজাহারুল হক বাবলু বলেন, সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভুলত্রুটিরও গঠন মূলক সমলোচনা করতে হবে। যাতে করে তারা ভুল পথ অনুসরণ না করে।
একজন সাংবাদিকের কলমের ভূল লিখুনিতে সমাজে বিশৃংখলা সৃষ্টি হয়, আবার সঠিক লিখুনিতে সমাজের বিশৃংখলা দূর হয়। বর্তমানে গোপালগঞ্জ জেলায় অপসাংবাদিকতার দৈরত্ব বেড়ে গেছে। এই পেশার সম্মান অক্ষুন্ন রাখতে আমাদের এখনি সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে থাকতে হলে সংগঠনের বিকল্প নেই। গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি) ই হতে পারে ঐক্যবদ্ধতার একমাত্র উপযুক্ত মাধ্যম।
প্রিন্ট