রাজশাহীর বাঘায় বিষ দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বুধবার (১৯ এপ্রিল) উপজেলার মনিগ্রামের আফাজ উদ্দিন বাদি হয়ে রুবেল হোসেনসহ ৭ জনের নাম উল্লেখ করে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, উপজেলার তুলশীপুরের সোদপুর গ্রামে একটি সরকারি খাস পুকুর ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করেন উপজেলার মনিগ্রামের আব্দুস সামাদের ছেলে আফাজ উদ্দিন । যার পরিমান ১ একর ১৯ শতক। কয়েক মাস আগে বিভিন্ন প্রজাতির পোনা মাছ পুকুরে ছেড়েছেন।
মঙ্গলবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো নিধন করেছে। ভেসে উঠা মাছগুলো স্থানীয়রা ধরে নিয়েছেন। আফাজ উদ্দিনের দাবি, এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।
পুকুরের দাবিদার রুবেল হোসেন নামের একজন বলেন, পুকুরটি আমার নামে লিজ নেওয়া। সেই পুকুরে আফাজ উদ্দিন মাছ চাষ করে আসছিলেন। এবার আমি নিজে মাছ চাষ করতে চাইলে সে কয়েকদিনের মধ্যে তার মাছ ধরে নিয়ে পুকুর ছেড়ে দিবেন বলে জানান। তার সঙ্গে কোন বিবাদ নাই। কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে সেটা জানা নেই।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট