নড়াইলে ফেনসিডিলসহ মোঃ জাকির হোসেন জাকার (৫৬) নামে একজন চিহ্নিত ও পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি নড়াইল সদর উপজেলার পেড়লী উত্তরপাড়া গ্রামের মৃত সুলতান গোলদারের ছেলে।
পুলিশ জানায় প্রতিবন্ধী এই জাকার ইজিবাইক চালানোর আড়ালে মাদক ব্যবসা করেন। গোপন সংবাদের ভিত্তিতে, ১৪ এপ্রিল(শুক্রবার) বিকালে ডিবি’র পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাজেদুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই(নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামে অভিযান চালিয়ে পিবিএম ঈদগাহের নিকট থেকে তাকে আটক করে। এ সময় আসামির দেখানো মতে তার নিজ খড়ের গাদার মধ্য থেকে ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পুলিশ আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন দীর্ঘদিন যাবৎ যশোর হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে নড়াইল সদর থানাধীন বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছেন। তিনি নড়াইল সদর থানার ৩ টি মাদক মামলা ও ২ টি বিশেষ ক্ষমতা আইন মামলার এজাহার নামীয় আসামি। এছাড়া যশোর শার্শা থানায়ও তার নামে বিশেষ ক্ষমতা আইনে ১ টি মামলা রয়েছে।
এ দিকে মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
প্রিন্ট