পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুন।
(বুধবার ১২ এপ্রিল) দুপুরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের ভবানীপুর বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বিলে অভিযান চালিয়ে ফসিল জমিতে অবৈধভাবে মাটি কাটায় ভবানীপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে আজিজুল হককে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুন জানান, ফসলি জমিতে মাটিকাটায় এ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে ।
প্রিন্ট