রাজবাড়ী জেলার পাংশায় মনোয়ারা কুতুবুদ্দিন কম্পিউটার একাডেমীতে শুক্রবার ৫ মার্চ শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকার আধীনে জাতীয় দক্ষতামান বেসিক ৩৬০ ঘন্টা (৬ মাস ও ৩ মাস) মেয়াদি কোর্সের ২০২০ (জানুয়ারী-জুন) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে পাংশা উপজেলা পরিসংখ্যান অফিসার মাহাবুব হোসেন, পাংশা সরকারী কলেজের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, এ.কে.এম শরিফুল মোরশেদ রঞ্জু ও মামুন-উর-রশিদ জোয়ার্দ্দার, পাংশা ইন্সটিটিউট অব কম্পিউটারের পরিচালক মোঃ আলউদ্দিন, মা কম্পিউটার ইন্সটিটিউটের সুপারিটেনডেন্ট শামীম আহম্মেদ, কালুখালী কম্পিউটার ইন্সটিটিউটের সুপারিটেনডেন্ট মোহাম্মদ মোজাহার আলী, আব্দুল গফুর মোল্লা কম্পিউটার টেকনিক্যাল ইন্সটিটিউটের পরিচালক ফয়সাল হাসান ও মনোয়ারা কুতুবুদ্দিন কম্পিউটার একাডেমীর ইন্সট্রাক্টর হাসানুর রশিদ দায়িত্ব পালন করেন।
প্রিন্ট