ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ষড়যন্ত্র মোকাবেলা করতে সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ -তৃপ্তি Logo দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপিঃ -জুয়েল Logo অসুস্থ বিএনপি নেতার শয্যপাশে মতিন Logo দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবোঃ -ব্যারিস্টার মঈন ফিরোজী Logo হাতিয়ার নৌপথে ফেরি চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন Logo নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছেঃ -নির্বাচন কমিশনার Logo সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন Logo মাদারীপুর জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo ফরিদপুর চিনিকলে কর্মকর্তাদের চারদিন ব্যাপী চাকুরিকালীন ইনহাউজ প্রশিক্ষণ শুরু Logo ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ার হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে ১জন নারী আহত

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এসি কেবিনের ছাদের পলেস্তারা খসে পড়ে সিমা খাতুন (৪০) নামে এক নারীর মাথা ফেটে গেছে। তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর এসি কেবিনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ডে সিমা খাতুনের স্বামী রিপন আলী (৪৫) চিকিৎসাধীন ছিলেন।

রিপন আলী জানান, হার্টের সমস্যা নিয়ে গত ৭ এপ্রিল রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হই। বেড না পাওয়ায় আমরা ৩ হাজার টাকা দিয়ে এসি কেবিন ভাড়া নিয়েছি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাঠাৎ করে ছাদের পলেস্তারা খসে আমার স্ত্রীর মাথায় পড়ে। এতে আমার স্ত্রীর মাথা ফেটে যায়, ছয়টি সেলাই  দিতে হয়েছে। সে এখন চিকিৎসাধীন রয়েছে। আমি ও আমার স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এ ঘটনার পর থেকে খুবই ভয় লাগছে।

রোগীর স্বজনরা জানান, অনেক জোরে শব্দ হয় এবং ছাদের পলেস্তারা খসে পড়ে। চিকিৎসাধীন রোগীর স্ত্রীর মাথায় তা পড়ে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলার কারণে আজ এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

চিকিৎসাধীন রোগী সিমা খাতুন বলেন, আমাদের বাসা ভেড়ামারা কলেজপাড়ায়। কয়েক দিন আগে থেকে ৩ নম্বর কেবিনে আমার স্বামী চিকিৎসাধীন। বেলা সাড়ে ১১টার দিকে শুয়ে ছিলেন তিনি। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে আমার মাথার ওপর পড়ে। এতে আমার মাথা ফেটে গেছে। আমার মাথায় ছয়টি সেলাই পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক ও নার্স বলেন, পুরাতন ভবন হওয়ায় ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে এক নারীর মাথা ফেটে গেছে। এর আগেও কয়েকবার ছাদ ধসের ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। ওই রোগীকে তাৎক্ষণিকভাবে সরিয়ে অন্য কেবিনে স্থানান্তর করা হয়। এ সমস্যা বহু দিনের। কয়েক মাস আগেও ছাদের পলেস্তারা ও সিলিং খসে পড়েছিল। সে সময় চিকিৎসক, রোগী, রোগীর স্বজন ও নার্স আহত হয়েছিলেন।

ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স নাছিমা খাতুন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ছাদ ধসের ঘটনা ঘটেছে। এতে আহত ওই নারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় ছয়টি সেলাই পড়েছে।

এ বিষয়ে জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্র মোকাবেলা করতে সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ -তৃপ্তি

error: Content is protected !!

কুষ্টিয়ার হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে ১জন নারী আহত

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এসি কেবিনের ছাদের পলেস্তারা খসে পড়ে সিমা খাতুন (৪০) নামে এক নারীর মাথা ফেটে গেছে। তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর এসি কেবিনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ডে সিমা খাতুনের স্বামী রিপন আলী (৪৫) চিকিৎসাধীন ছিলেন।

রিপন আলী জানান, হার্টের সমস্যা নিয়ে গত ৭ এপ্রিল রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হই। বেড না পাওয়ায় আমরা ৩ হাজার টাকা দিয়ে এসি কেবিন ভাড়া নিয়েছি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাঠাৎ করে ছাদের পলেস্তারা খসে আমার স্ত্রীর মাথায় পড়ে। এতে আমার স্ত্রীর মাথা ফেটে যায়, ছয়টি সেলাই  দিতে হয়েছে। সে এখন চিকিৎসাধীন রয়েছে। আমি ও আমার স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এ ঘটনার পর থেকে খুবই ভয় লাগছে।

রোগীর স্বজনরা জানান, অনেক জোরে শব্দ হয় এবং ছাদের পলেস্তারা খসে পড়ে। চিকিৎসাধীন রোগীর স্ত্রীর মাথায় তা পড়ে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলার কারণে আজ এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

চিকিৎসাধীন রোগী সিমা খাতুন বলেন, আমাদের বাসা ভেড়ামারা কলেজপাড়ায়। কয়েক দিন আগে থেকে ৩ নম্বর কেবিনে আমার স্বামী চিকিৎসাধীন। বেলা সাড়ে ১১টার দিকে শুয়ে ছিলেন তিনি। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে আমার মাথার ওপর পড়ে। এতে আমার মাথা ফেটে গেছে। আমার মাথায় ছয়টি সেলাই পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক ও নার্স বলেন, পুরাতন ভবন হওয়ায় ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে এক নারীর মাথা ফেটে গেছে। এর আগেও কয়েকবার ছাদ ধসের ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। ওই রোগীকে তাৎক্ষণিকভাবে সরিয়ে অন্য কেবিনে স্থানান্তর করা হয়। এ সমস্যা বহু দিনের। কয়েক মাস আগেও ছাদের পলেস্তারা ও সিলিং খসে পড়েছিল। সে সময় চিকিৎসক, রোগী, রোগীর স্বজন ও নার্স আহত হয়েছিলেন।

ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স নাছিমা খাতুন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ছাদ ধসের ঘটনা ঘটেছে। এতে আহত ওই নারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় ছয়টি সেলাই পড়েছে।

এ বিষয়ে জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।


প্রিন্ট