কুষ্টিয়ার ভেড়ামারা শহরের ডিস ব্যাবসায়ী আশরাফুল ইসলাম কচি (৫৬), তার পুত্র আবিদ (২৮) এবং পরানখালীর মুদি ব্যবসায়ী জুয়েল রানা শামীম (৩৪)’র উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে পৃথক পৃথক দুটি ঘটনায় হামলার স্বীকার হন ব্যবসায়ীরা। এসময় সন্ত্রাসীরা ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে রাম দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাদের লক্ষ্য করে গুলিও চালায় সন্ত্রাসীরা। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় ভেড়ামারা শহরের ডিস ব্যবসায়ীর অফিসে ৪/৫ জন মুখোশধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ২/৩ টি ককটেল বোমা ফাটিয়ে আশরাফুল ইসলাম কচি ও তার ছেলে মোঃ আবিদ এর উপর অতর্কিতভাবে হামলা চালায়।
এ সময় আবিদকে বেধড়ক মারপিট করে, অফিসের গ্লাসের দরজা ভাংচুর, অফিসের র্যাকে থাকা মালামাল বিনষ্ট করে ও অফিসের বাহিরে ১টি মোটর সাইকেলটি ভাংচুর করে। পরে সন্ত্রাসীরা বীর দর্পনে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর দিকে ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী বাজারের মুদি ব্যবসায়ী জুয়েল রানা শামীমের বাসভবনে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে গুরুত্বর জখম করে সন্ত্রাসীরা।
এসময় তার প্রবাসী ভাই আমিনুল ইসলাম ঘর থেকে বের হলে তাকে লক্ষ্য করে পর পর ৩টি গুলি চালায় সন্ত্রাসীরা। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। আমিনুল ইসলাম জানান, মুমুষ অবস্থায় ছোট ভাইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
প্রিন্ট