কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ০৩ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মাদক কারবারি দম্পতি সাহেব আলী ওরফে আহসান শরীফ ও জমিলা বেগমকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। গোপন সংবাদ এর ভিত্তিতে সোমবার ৩.৪৫ ঘটিকায় উপজেলার বড় খাটামারী এলাকার মোছাঃ জমিলা বেগম এর বাড়ি থেকে মটরসাইকেলের হ্যান্ডেলে ঝুলানো অবস্থায় বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভিতর লাল পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ০৩ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ উলিপুর ফারাজিটারি এলাকার আজগর আলীর পুত্র মাদক কারবারি সাহেব আলী ওরফে আহসান শরীফ (৪০) এবং উপজেলার বড় খাটামাড়ি এলাকার
মৃত শের আলীর কন্যা ও সাহেব আলী ওরফে আহসান শরিফের স্ত্রি জমিলা বেগম (৩৬) কে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায় আহসান শরীফ উক্ত গাঁজা মটরসাইকেল যোগে ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহণ করে বাড়িতে নিয়ে এসে তার স্ত্রী জমিলা বেগম এর সহায়তায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করে রাখে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন সাহেব আলী ওরফে আহসান শরীফ এর বিরুদ্ধে বিজ্ঞ আদালাতে ০৫ টি মাদকমামলা ও আসামী মোছাঃ জমিলা বেগম এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০৩ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
আসামীদ্বয় এলাকায় মাদক সম্রাট ও মাদক সম্রাজ্ঞী হিসাবে পরিচিত। গ্রেফতার কৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রেরণ করা হয়েছে। ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।
প্রিন্ট