নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামে ৪ নভেম্বর ২০২২ গলা কেটে ও পুড়িয়ে নিজ স্ত্রী আছিয়াকে হত্যা করেছিল পাষণ্ড স্বামী রনি শেখ (২৪)। হত্যাকাণ্ডের পর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাত্র ১৪ ঘন্টার মধ্যে মূল আসামী ও তার প্রধান সহযোগীকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
এ ঘটনায় স্থানীয় লোকদের অত্যাচারের হাত থেকে মুক্তি মেলেনি স্বামী-সন্তান হারা মৃত আছিয়ার মা রেবেকা বেগমের। আশ্রয়ের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। নিরুপায় হয়ে তিনি পুলিশ সুপারের শরনাপন্ন হন। অবশেষে আজ ৪ এপ্রিল ২০২৩ (মঙ্গলবার) সকালে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের হস্তক্ষেপে এবং নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে মৃত আছিয়ার অসহায় মা ফিরে পেলেন আশ্রয়স্থল, বসবাসের নিজ ঠিকানা।
স্বামী-সন্তানহারা অসহায় মা এ সময় হত্যাকাণ্ডের শিকার আছিয়ার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন এবং অশ্রুবিজড়িত কণ্ঠে মানবিক এই সহযোগিতার জন্য পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রিন্ট