কুষ্টিয়ার খোকসায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।শনিবার বাদ আছর উপজেলার বাঁচতে শিখার পাশে এরাবিয়ান ফুড এন্ড রেস্তোরাঁয় উপজেলার বিভিন্ন স্তরের কবি-সাহিত্যিক, ব্যবসায়ী,শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, কৃষক ও পেশাজীবী ৬৫ জনের সমন্বয়ে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এর সভাপতি আশিকুর রহমান চপল এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি লেখক সাহিত্যিক মোহা. রেজা-উল-করিম। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক এ্যাড. সিরাজ প্রামাণিক ও খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ওয়াজেদ বাঙালি প্রমুখ। বক্তাগণ বলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট বিভিন্ন সামাজিক কার্যক্রম এর অংশীদারিত্বের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে মূল স্রোতধারায় এনে তাদের সামাজিক বৈষম্য দূর করতে পারলেই এই সমাজ সু-সংগঠিত হবে, সেই সাথে ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এর কার্যক্রম আরো বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি।
এর আগে ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এর উদ্যোগে একজন কবি সাহিত্যিক কে ক্রেস্ট ও উত্তরীয় সম্মাননা প্রদান করা হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন খোকসা উপজেলা মডেল মসজিদ মোয়াজ্জেম হাফেজ জামাল উদ্দিন।
প্রিন্ট