প্রধান মন্ত্রী শেখ হাসিনা হলেন একমাত্র নেতা মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি(বাঘা-চারঘাট) বলেছেন, যার নের্তৃত্বে শতভাগ বিদ্যুৎায়ন, পাকা রাস্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মান-সহ বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। অনেক দেশের চেয়ে আমরা এখন অর্থনৈতিক ভাবে সাবলম্বী। এখন সর্বোচ্চ প্রবৃদ্ধির হিসেব করতে গেলে উন্নয়নশীল তিনটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় শেখ হাসিনা কোন বিকল্প নাই।
শনিবার(১-এপ্রিল)বাঘা উপজেলার পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভবনের ফাউন্ডেশন ও নবনির্মিত দ্বীতল ভবন ও পাঁচপাড়া থেকে বাউসা পর্যন্ত পাকাকরণ রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ।
প্রতিমন্ত্রী বলেন,আফ্রিকার মানুষ এবং উটপাখি উত্তপ্ত পরিস্থিতিতে যদি এক সপ্তাহ বাঁচতে পারে-তাহলে আমরা বাঙালীরা পারবো না। সমস্যা হলে ধর্য্য ধারণ করুন। একে অন্যের পাশে দাঁড়ান। তবে এই ধরনের সমস্যা নিয়ে কাউকে সস্তা রাজনীতি করতে দেব না। সাহস থাকলে শেখ হাসিনাকে অভিযোগ দেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার উন্নয়নের কথা বিরোধী দলের লোকেরা মুখে বলতে পারেনা। কিন্তু তারাও জানে তাদের নেতাদের কোন ক্ষমতা নেই। তাদের সদ ইচ্ছা নেই। একটি দলের নেতা বিদেশে গাড়ি বাড়ি ব্যবহার করবে। যার আয় উন্নতির হিসাব বাংলদেশে ছিল না। তাদের কথায় কেউ আতœহুতি দিবেনা। মানুষ প্রাণ দিয়েছে, মানুষ জীবন দেবে। ৪০ জন মানুষের সই নিয়ে ১ পয়েন্ট ২ বিলিয়ন ডলার দিয়ে পক্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন। যা বাংলাদেশী টাকায় ১৩ কোটি ২০ লাখ। তাদের মধ্যে ২১ জন অবসরপ্রাপ্ত, অনেকে রয়েছে ভোটে ফেল করা, সমাজচ্যুত, অনেকে বিতর্কিত। এদের মধ্যে ৫ বছরে ১০-১৫ জন কয়েবার শেখ হাসিনার বৈঠক করেছেন। ক্ষুদ্র নেতা হিসাবে ওই বেঠকে আমার থাকার সৌভাগ্য হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে, পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আনজুমান সুলতানা, আনজারুল ইসলাম, নাজমুল হক, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, শিক্ষার্থী শামিম আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক ছানাউর রহমান বিদ্যুৎ।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, ওসি খায়রুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, মাসুদ রানা তিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবির, জেলা পরিষদের সাবেক সদস্য জয়জয়ন্তী সরকার মালতি । পরে আড়ানী ইউনিয়নের হরিপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ওয়াছেদ আলীর কবর জিয়ারত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ।
প্রিন্ট