ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. খবিবুর রহমান মিয়াকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে সোমবারে উপজেলা ধলাইরচর প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি খন্দকার আরব আলী।
এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো.আইয়ুব হোসেন মিয়া, শেখ আবুল হাসান, মো.আলমগীর খান, খশবুর রহমান, আজিজুর রহমান, সাবেক সভাপতি শেখ আক্তার হোসেন প্রমুখ।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.খবিবুর রহমান মিয়া উপজেলার বিদ্যাধর গ্রামে মিয়া বাড়ির সম্ভ্রন্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।
প্রিন্ট