‘মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার’ এ শ্লোগানকে সামনে রেখে দ্বিতীয় বারের মতো ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর উদ্যোগে বীমা দিবস পালন করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলার ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ অফিস কক্ষে কর্মকর্তা ও গ্রাহকের সমন্বয়ে এ দিবস পালন করা হয়।
আলফাডাঙ্গা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোরাদ হোসেন তালুকদার, সমকাল প্রতিনিধি মো.ইকবাল হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স শাখা সমন্বয়কারী আয়েশা বেগম, ব্রাঞ্চ ম্যানেজার রেবেকা বেগমসহ ইউনিট ম্যানেজার, মাঠকর্মী ও গ্রহকবৃন্দ।
কর্মকর্তা মুজাহিদুল ইসলাম সেলিম ক্ষোভের সাথে জানান, জাতীয় পর্যায়ে বিভিন্ন উপজেলাতে বীম দিবস পালন করা হলেও এবছর আলফাডাঙ্গা উপজেলায় সরকারিভাবে বীমা দিবস পালন করা হয়নাই।
ইউএনও তৌহিদ এলাহী জানান, আমাদের কাছে বীমা দিবস পালনের কোন নির্দেশনা আসেনাই।