কুষ্টিয়ার খোকসায় ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সভাপতি মোঃ বাবুল আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল শাহাদাত রত্ন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইয়ারুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সুধী ও সাংবাদিকগন। বক্তাগণ ২৫ মার্চ গণহত্যা দিবসে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট