মোঃ ইকবাল হোসেনঃ
হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী ছিলেন আকিদুল ইসলাম (২২)। দুই বছরে আগে আকিদুল বাড়ির পাশে মধুমতি নদীতে ডুবে মারা যায়। একমাত্র ছেলেকে হারিয়ে অসুস্থ হয়ে যায় সুফিয়া বেগম (৬০)।
শুক্রবার (৮ আগস্ট) রাত ১০ টায় তিনি অসুস্থ হয়ে পড়লে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত হয়। তার করুণ এ মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা কৃষক মিলন মিয়া ও সুফিয়া বেগমের একমাত্র সন্তান ছিলেন আকিদুল ইসলাম (২২)। আকিদুল ছিলেন এলাকার মেধাবী ছাত্র।
২০২৩ সালের ২৯ জুলাই শনিবার দুপুরে মধুমতী নদীর ঘাটে গোসল করতে নামেন আকিদুল। কিছুক্ষণ পর তার মা সুফিয়া বেগম ছেলেকে ঘাটে দেখতে না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে আকিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
একই গ্রামের কোবাদ হোসেন বলেন, একমাত্র ছেলের মৃত্যুর পর সুফিয়া বেগম মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। স্বামী ছিলেন আগের থেকে ভবঘুরে। শুক্রবার রাতে সুফিয়া স্ট্রোক করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত হয়। সুফিয়ার ছেলে আকিদুল একজন মেধাবী ও ভদ্র ছেলে ছিলেন।
প্রিন্ট