ঢাকা , সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খোকসায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাসররাতেই বর-কনের মৃত্যু, রহস্য খুলল ময়নাতদন্তে ফ্রান্সে জঙ্গল থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার ফরিদপুরে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত ইতালির পাদোভায় বাংলাদেশ কমিউনিটির নির্বাচনে স্বপন – শাখাওয়াত প্যানেল বিজয়ী ভেড়ামারায় বেড়েছে শিশু শ্রম কৃষ্ণপুরকে ফরিদপুর-৪ আসনে যুক্ত করায় ইউনিয়নবাসীর বিজয় উল্লাস মাগুরায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহের অলিম্পিয়াড উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ভেড়ামারায় কাঁচা মরিচের দাম দ্বিগুণ: প্রচণ্ড রোদ গরমে ক্ষেতেই মরিচ নষ্ট হচ্ছে নড়াইলে জেলা পর্যায়ের দুদিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর উদ্বোধন

শালা–দুলাভাই মোটরসাইকেল চুরি করতেন

তাঁরা দু’জন একটা চাবি নিয়ে ঘোরেন, যেটি দিয়ে যেকোনো মোটরসাইকেল মুহূর্তেই চালু করা যায়। এভাবে জেলায় জেলায় ঘুরে মোটরসাইকেল চুরি করেন। সম্পর্কে দু’জন শালা–দুলাভাই। তাঁদের গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম।

আটক সেন্টু মণ্ডল (৪১) নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার মৃত আহাদ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ভরুয়াপাড়ায় শ্বশুরবাড়িতে থাকেন।

আটক অন্যজনের নাম জাহিদুল ইসলাম। তিনি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া এলাকার মৃত জোবায়েত শেখের ছেলে। জাহিদুল সেন্টুর চাচাতো শ্যালক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গতকাল রোববার বিকেলে কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের এক ব্যক্তি বাড়ির সামনে মোটরসাইকেল তালা মেরে রেখে ভেতরে যান। কয়েক মিনিট পর মোটরসাইকেল চালু করার শব্দ পেয়ে দ্রুত বের হন। এসে দেখেন, একজন চোর তাঁর মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছেন। পাশে আরেকটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন চোরের সহকারী। ধাওয়া করে ধরতে না পেরে সামনের বিলজানি বাজারের এক ব্যবসায়ী ও পুলিশকে ফোন করেন তিনি। এরপর মোটরসাইকেল দুটিসহ সেন্টু মণ্ডল ও জাহিদুলকে আটক করে পুলিশ।

সেন্টু মণ্ডল ও জাহিদুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ওই দুজন দেশের বিভিন্ন স্থানে ঘুরে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। তাঁদের কাছ থেকে একটি চাবি উদ্ধার করা হয়েছে, যেটি দিয়ে যেকোনো মোটরসাইকেল কয়েক মিনিটের মধ্যে চালু করতে পারেন।

পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম আরও বলেন, আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খোকসায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

error: Content is protected !!

শালা–দুলাভাই মোটরসাইকেল চুরি করতেন

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

তাঁরা দু’জন একটা চাবি নিয়ে ঘোরেন, যেটি দিয়ে যেকোনো মোটরসাইকেল মুহূর্তেই চালু করা যায়। এভাবে জেলায় জেলায় ঘুরে মোটরসাইকেল চুরি করেন। সম্পর্কে দু’জন শালা–দুলাভাই। তাঁদের গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম।

আটক সেন্টু মণ্ডল (৪১) নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার মৃত আহাদ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ভরুয়াপাড়ায় শ্বশুরবাড়িতে থাকেন।

আটক অন্যজনের নাম জাহিদুল ইসলাম। তিনি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া এলাকার মৃত জোবায়েত শেখের ছেলে। জাহিদুল সেন্টুর চাচাতো শ্যালক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গতকাল রোববার বিকেলে কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের এক ব্যক্তি বাড়ির সামনে মোটরসাইকেল তালা মেরে রেখে ভেতরে যান। কয়েক মিনিট পর মোটরসাইকেল চালু করার শব্দ পেয়ে দ্রুত বের হন। এসে দেখেন, একজন চোর তাঁর মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছেন। পাশে আরেকটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন চোরের সহকারী। ধাওয়া করে ধরতে না পেরে সামনের বিলজানি বাজারের এক ব্যবসায়ী ও পুলিশকে ফোন করেন তিনি। এরপর মোটরসাইকেল দুটিসহ সেন্টু মণ্ডল ও জাহিদুলকে আটক করে পুলিশ।

সেন্টু মণ্ডল ও জাহিদুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ওই দুজন দেশের বিভিন্ন স্থানে ঘুরে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। তাঁদের কাছ থেকে একটি চাবি উদ্ধার করা হয়েছে, যেটি দিয়ে যেকোনো মোটরসাইকেল কয়েক মিনিটের মধ্যে চালু করতে পারেন।

পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম আরও বলেন, আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।