তাঁরা দু'জন একটা চাবি নিয়ে ঘোরেন, যেটি দিয়ে যেকোনো মোটরসাইকেল মুহূর্তেই চালু করা যায়। এভাবে জেলায় জেলায় ঘুরে মোটরসাইকেল চুরি করেন। সম্পর্কে দু'জন শালা–দুলাভাই। তাঁদের গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম।
আটক সেন্টু মণ্ডল (৪১) নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার মৃত আহাদ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ভরুয়াপাড়ায় শ্বশুরবাড়িতে থাকেন।
আটক অন্যজনের নাম জাহিদুল ইসলাম। তিনি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া এলাকার মৃত জোবায়েত শেখের ছেলে। জাহিদুল সেন্টুর চাচাতো শ্যালক।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গতকাল রোববার বিকেলে কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের এক ব্যক্তি বাড়ির সামনে মোটরসাইকেল তালা মেরে রেখে ভেতরে যান। কয়েক মিনিট পর মোটরসাইকেল চালু করার শব্দ পেয়ে দ্রুত বের হন। এসে দেখেন, একজন চোর তাঁর মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছেন। পাশে আরেকটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন চোরের সহকারী। ধাওয়া করে ধরতে না পেরে সামনের বিলজানি বাজারের এক ব্যবসায়ী ও পুলিশকে ফোন করেন তিনি। এরপর মোটরসাইকেল দুটিসহ সেন্টু মণ্ডল ও জাহিদুলকে আটক করে পুলিশ।
সেন্টু মণ্ডল ও জাহিদুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ওই দুজন দেশের বিভিন্ন স্থানে ঘুরে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। তাঁদের কাছ থেকে একটি চাবি উদ্ধার করা হয়েছে, যেটি দিয়ে যেকোনো মোটরসাইকেল কয়েক মিনিটের মধ্যে চালু করতে পারেন।
পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম আরও বলেন, আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha