কুষ্টিয়ার খোকসায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।সোমবার দুপুরে উপজেলার শিক্ষক সমিতির হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজা সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নাজনিন আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার খাইরুল আলম, চেয়ারম্যান বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামান বিল্লু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক তুরান আলি মোল্লা,খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
উল্লেখ্য প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি দ্বিতীয় দিনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তাগণ প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
প্রিন্ট