কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে সেলিম মন্ডল, নকুল মন্ডল এবং আহসান মন্ডল নামে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দাড়ের পাড়া এলাকার আবু তালেব মন্ডলের ছেলে সেলিম মন্ডল, জামান মন্ডলের ছেলে নকুল মন্ডল এবং আফসার মন্ডলের ছেলে আহসান মন্ডল।
কুষ্টিয়া জজ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বরে দৌলতপুর উপজেলায় এক গৃহবধূ তার স্বামীর সঙ্গে বন্ধুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে একটি মাঠের মধ্যে অভিযুক্তরা মোটরসাইকেল থামিয়ে হত্যার হুমকি দিয়ে স্বামীকে রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে রেখে ঐ গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন। এ বিষয়ে ঘটনার ২২ দিন পর ঐ গৃহবধূ বাদী হয়ে দৌলতপুর থানায় ছয়জন অজ্ঞাত ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন।
|
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ দারা খান তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত রোববার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিনজনকে বেকসুর খালাস প্রদান করেন।
প্রিন্ট