মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের তিতার খাঁ পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ তম বার্ষিক ক্রীড়া রজত জয়ন্তী পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার ১১মার্চ দুপুর ৩ টার সময়ে বিদ্যালয়ের ক্রীড়াঙ্গন মাঠে তিতার খাঁ পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠান করা হয়। ২৫ তম বার্ষিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতার খাঁ পাড়া মাধ্যমিক বিদ্যালয় সভাপতি ও মঘী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিল্টন মাহমুদ ও সার্বিক তত্ত্বাবধানে তিতার খাঁ পাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসেন উপস্থিত ছিলেন মাগুরা-১ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, মঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাচনা হেনা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, মঘী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ও সভাপতি দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয় মোঃ শাহিনুর রহমান শাহিন, ৪ নং ওয়ার্ড মঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী জিন্নাহ, ৩ নং ওয়ার্ড মেম্বার মঘী ইউনিয়ন বাচ্চু মিয়া, সদর থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আনসার আলী টিটু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সীপ্রা দাসের পরিচালনায় প্রত্যয় সাংস্কৃতিক অনুষদ সঙ্গীত দল। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর বক্তব্য বলেন তিতার খাঁ পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য আধুনিক ৪ তলা ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও তিতার খাঁ পাড়া এলাকার রাস্তা ঘাট উন্নয়ন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রিন্ট