কুষ্টিয়ার খোকসায় জাতীয় ভোট অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে খোকসা পৌর মার্কেট ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা অফিসার্স ক্লাবের হল রুম উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল আলম। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগন, ইউপি চেয়ারম্যান, শুধী ও সাংবাদিকগন।
প্রিন্ট