যেখানেই ধানের গাছ, সেখানেই গাছের ডাল এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা জেলায় ধানের ক্ষেতে একযোগে পার্চিং কার্যক্রমের পরিকল্পনা ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বুধবার ১ মার্চ সকাল ৯.৩০ টার সময় মঘী বিলের মাঠে জেলা প্রশাসন মাগুরা এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এর ব্যবস্থাপনায় অনুষ্ঠান হয়। পার্চিং কার্যক্রমের পরিকল্পনা ও শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান ও সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।
এসময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, মঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনা হেনা।
এছাড়াও বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান, উপজেলা ভূমি সহকারী অফিসার সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার কাজী রবিউস সরোয়ার, অভি দাশ, আসলাম সারোয়ার, নাবিলা ইয়াসমিন, নাহিদ ফাতেমা। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুর ই আলম, ভাবনহাটি ভূমি কর্মকর্তা শওকত আলী, রাঘবদাইড় ভূমি কর্মকর্তা আলম হোসেন, মঘী ইউনিয়ন ইউডিসি উদ্যোক্তা নজরুল ইসলাম, মঘী ইউনিয়ন পরিষদের মেম্বার বাচ্চু মিয়া, মেম্বার ফরিদ হোসেন, মেম্বার তুরাপ মোল্লা, মহিলা মেম্বার স্বরুপ জান, সাথী আক্তার, রেশমা খাতুন, মঘী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক রাসেল মল্লিক সহ এলাকার কৃষক বৃন্দগণ।
ধান ক্ষেতের জমিতে গাছের ডাল পুঁতে পার্চিং এর উপকারিতা সম্পর্কে কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান বলেন ডালে বসা পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে, কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষিত রাখে, ফসল উৎপাদন অনেক বৃদ্ধি করে এবং উৎপাদন খরচ কমায়, ডালে বসা পাখির বিষ্ঠা জমিতে জৈব পদার্থ যোগ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে, মানব স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।
|
কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক আবুল কালাম আজাদ তিনি বলেন ধানের জমিতে ডাল পুতে দিলে বিভিন্ন ধরনের পোকামাকড় দমন হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন মাগুরা জেলায় ধানের জমিতে একযোগে গাছের ডাল পুতে দিয়ে কৃষি জমিতে ধানের বাম্পার ফলন ফলানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার জন্য এই লক্ষ্য নিয়ে মাগুরায় কৃষি জমির ধান ক্ষেতে এই উদ্যোগ গ্রহণ করা।
প্রিন্ট